ঝিনাইদহ প্রতিনিধি : ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঝিনাইদহের চীফ জোনাল ম্যানেজার মিজানুর রহমান, জীবন বীমা কর্পোরেশনে ম্যানেজার হরশিত কুমার মন্ডল, সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার শহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, পরিবার, জীবন ও সম্পদ নিরাপদ রাখতে সকলকে বীমা করার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ঝিনাইদহের ৩৫ টি বীমা কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply