October 23, 2025, 12:36 pm
এইমাত্রপাওয়াঃ

ঝিনাদহের মহেশপুরে ১৩ হাজার কৃষকের মাঝে প্রনোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাদহের মহেশপুরে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এলাকার ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত খরিপ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি সালাউদ্দীন মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভীদ সংরক্ষণ) শিকদার মোহাম্মদ মোহাইমেন আক্তার, মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা ও উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান।

পরে ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page