অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝুঁকিতে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকার এই ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকার মূলধন প্রদান করবে। যে পাঁচ ব্যাংককে নিয়ে নতুন ব্যাংক হবে সেগুলো হচ্ছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
নতুন এই ব্যাংকটি ইসলামী ব্যাংকিং নীতির অধীনে পরিচালিত হবে এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।
সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, কেউ চাকরি হারাবেন না বা কারো আমানত ক্ষতিগ্রস্ত হবে না।।