অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে না পারা কুষ্টিয়ার কুমারখালীর শিক্ষার্থী আহাদ ইসলামের পাশে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
রবিবার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল নিজ কার্যালয়ে ডেকে ওই শিক্ষার্থীর ভর্তির জন্য নগদ অর্থ সাহায্য প্রদান করেন। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে সার্বিক সহায়তারও আশ্বাস দেন ইউএনও।
উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের দিনমজুর আব্দুল্লাহ মন্ডল ও মর্জিনা খাতুনের ছেলে আহাদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সি ইউনিটে ১৫২৭তম স্থান অর্জন করেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩১তম এবং গুচ্ছভুক্ত সম্মিলিত মেধাতালিকায় ৬৪.২৫ নম্বর পেয়ে ১০৮১তম হন। এতে সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে আহাদের।
জানা গেছে, স্কুলজীবন থেকেই আর্থিক অনটন ছিল আহাদের পরিবারের। তবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তির সুযোগ পেলেও টাকার সেই অভাব ঘিরে ধরে তাকে। এ নিয়ে গণমাধ্যমের সংবাদ দেখে আহাদের পাশে আর্থিক সাহায্য দিলেন ইউএনও।
এ বিষয়ে ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, উপজেলা প্রশাসন সবসময় ভালো কাজের সঙ্গে রয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে মেধাবী ছাত্র আহাদকে সহযোগিতা করা হয়েছে।
Leave a Reply