April 15, 2025, 11:01 am
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা যায়।

রোববার (২০ নভেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি ও সিএনএন।

গত ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম সমর্থকদের হামলার পরে ট্রাম্পের টুইটার একাউন্ট বন্ধ করা হয়।

এ বিষয়ে টুইটারের মালিক ইলন মাস্ক গত শুক্রবার রাতে একটি পোল পোস্ট করেন। সেই পোস্টে ট্রাম্পকে টুইটারে পুনর্বহাল করা হবে কি না, সেটার ওপর জনমত জরিপ করেন।

ইলন মাস্ক ২৪ ঘণ্টার টুইটার পোল শেষে এক টুইট বার্তায় বলেন, ‘লোকজন কথা বলেছে, ট্রাম্পকে পুনর্বহাল (টুইটারে) করা হবে। মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠস্বর।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, টুইটারে ইলনের পোলে অংশ নেয় ১ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৪৫৮ জন ব্যক্তি। এদের মধ্যে ৫১ দশমিক ৮ শতাংশ লোক ট্রাম্পের টুইটার একাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। ৪৮ দশমিক ২ শতাংশ লোক ট্রাম্পের টুইটার একাউন্ট না রাখার পক্ষে ভোট দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page