January 14, 2026, 11:37 am
শিরোনামঃ
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ২ জন নিহত ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরুর ঘোষণা দিলেন বিচার বিভাগের প্রধান ঝিনাইদহের মহেশপুরসহ সকল পল্লী বিদ্যুৎ অফিসগুলো দালাল মুক্ত করার দাবি ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড : ডিআইজি পে-স্কেল বাস্তবায়নে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার : অর্থ উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন বন্ধে ইসির নির্দেশনা  গানম্যান পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে : পরিকল্পনা উপদেষ্টা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার  শেয়ার বাজারে পতন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি প্রত্যাশার চেয়ে ভালো করছে এমন তথ্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকির প্রভাবে শুক্রবার এশিয়ার শেয়ার বাজারে পতন হয়েছে।

হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াল স্ট্রিটের টানা তৃতীয় দিনের লোকসানের পর এশীয় বিনিয়োগকারীরা একটি হতাশাজনক সপ্তাহ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে বাজারের উত্থানে শেয়ারগুলো অতিমূল্যায়িত হয়েছে—এমন উদ্বেগ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

বিনিয়োগকারীরা ওয়াশিংটনের দিকেও সতর্ক দৃষ্টি রাখছেন। কারণ মার্কিন সরকার পরিচালনার অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে, যার সময়সীমা শেষ হবে আগামী সপ্তাহে।

একই সঙ্গে, এপ্রিলের পর বাজারের টানা উত্থানে বাজারে শেয়ার কেনার চাপ কমেছে। দুর্বল শ্রমবাজারের কারণে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে। তবে আরও কমানো হবে—এমন নিশ্চয়তা নেই বলে সতর্কও করেছে।

তবে, মুদ্রাস্ফীতি, দুর্বল শ্রমবাজার এবং ট্রাম্পের শুল্কের প্রভাব নিয়ে ভিন্নমত দিয়েছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৮ শতাংশে, যা প্রত্যাশিত ৩.৩ শতাংশের চেয়েও বেশি। এটি প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত ত্রৈমাসিক প্রবৃদ্ধি।

শুক্রবার ফেডের প্রিয় মুদ্রাস্ফীতি সূচক (পিসিই) এবং আগামী সপ্তাহের নন-ফার্ম পেরোল রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই লাল রঙে লেনদেন শেষ করেছে। সোমবারের রেকর্ড বৃদ্ধির পর প্রতিদিনই পতনে হয়েছে শেয়ারবাজারটি।

টোকিও, হংকং, সাংহাই, সিডনি, সিউল, ওয়েলিংটন, তাইপে ও ম্যানিলা বাজারের সূচক কমেছে। বেড়েছে শুধু সিঙ্গাপুর ও জাকার্তায়। অন্যদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির খবরে মার্কিন ডলারের দাম রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নতুন শুল্ক ঘোষণা শেয়ারবাজারে প্রভাব ফেলেছে। ট্রাম্প নতুন শুল্ক আরোপ করেছেন ওষুধ, বড় ট্রাক, হোম রিনোভেশন সামগ্রী ও আসবাবপত্রের ওপর।

বুধবার থেকে ‘ব্র্যান্ডেড বা প্যাটেন্টযুক্ত’ ওষুধে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যদি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে তাদের ‘প্রস্তুতকারক কেন্দ্র’ স্থাপন না করে।

এশিয়ার ফার্মা কোম্পানিগুলোতেও পতন হয়েছে। সাংহাই ফসুন ৪ শতাংশের বেশি এবং দক্ষিণ কোরিয়ার ডেওউং ৩ শতাংশের বেশি দর কমেছে।

জাপানের ডাইইচি সাঙ্কিও এবং অ্যাস্টেলাস ফার্মারও লেনদেন শেষ হয়েছে লাল রঙে দিয়ে। সিডনিভিত্তিক সিএসএল-এর মূল্য প্রায় ২ শতাংশ কমেছে।

এমইউএফজি বিশ্লেষক মাইকেল ওয়ান বলেছেন, এশিয়ায় শিল্পখাতের প্রধান দেশ ভারতের ওপর এই শুল্ক প্রযোজ্য নাও হতে পারে।

তিনি জানান, এখনও পরিষ্কার নয় যে ‘ব্র্যান্ডেড’ বা ‘পেটেন্টযুক্ত’ ওষুধ কিভাবে সংজ্ঞায়িত করা হবে। তবে আমাদের ধারণা, ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো জেনেরিক ওষুধ এবং অন্যান্য ফার্মাসিউটিক্যাল এর আওতায় পড়বে না।

এদিকে, মার্কিন কংগ্রেসে অর্থায়ন বিল নিয়ে অচলাবস্থা এখনও কাটেনি। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা সরকারের ব্যয় সংক্রান্ত বিষয়ে একমত হতে পারেননি।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের টেইলর নিউজেন্ট বলেন, রিপাবলিকানরা অল্প সময়ের জন্য বর্তমান বাজেট চালিয়ে যেতে চাচ্ছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানোর দাবি করছে।

তিনি আরও জানান, আগামী ১ অক্টোবরের মধ্যে কোন সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। সময়সীমা ঘনিয়ে আসায় মার্কিন সরকারের শাটডাউনের শঙ্কা জোরদার হচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page