May 5, 2025, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেফতার ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মাগুরায় মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে রেজুলেশন বহিতে সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগ স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা যেকোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ : বিমান বাহিনী প্রধান এনআইডি ডাটাবেজে রোহিঙ্গা-বিদেশিদের ঢুকতে দেবে না ইসি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কাউকে চাপ দেওয়া হবে না : ইইউ রাষ্ট্রদূত চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় গ্রেফতার টাঙ্গাইলে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা সাতক্ষীরায় কালভার্টের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে থানায় নির্যাতন; ওসিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হো‌সেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরু‌দ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলার আবেদন করেছেন যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক।

বুধবার (১০ মে) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর র‌শিদের আদালতে আবেদনটি করেন তিনি।

মামলার আসা‌মিরা হ‌লেন-  ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকা চন্দ্র রায়, মো. মোতালেব, মো. হাফিজ ও অপারেশন ইনচার্জ মো. লতিফ।

দায়রা ও জজ আদালতের ভারপ্রাপ্ত পি‌পি অ‌্যাড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

তিনি‌ ব‌লেন, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের পাঁচ কর্মকর্তার বিরু‌দ্ধে দায়রা ও জজ আদাল‌তে আসাদুজ্জামান পুলক না‌মের এক ব‌্যক্তি মামলা দায়ের করেছেন। মামলা‌টি বিচার‌ বিভাগীয় তদ‌ন্তের নির্দেশ দি‌য়ে‌ছেন আদালত। একইস‌ঙ্গে মামলা‌টিকে এজাহার হিসেবে গ্রহণ কর‌তে পুলিশ সুপার‌কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার বাদী‌কে চি‌কিৎসার জন‌্য সি‌ভিল সার্জনকে আদেশ দি‌য়ে‌ছেন আদালত।

আদালতে দেওয়া অভিযোগে বলা হয়, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত বৈশাখী মেলায় দর্শনার্থী হিসেবে যান জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক খালিদ সিরাজ রকি। এ সময় ওসি মো. কামাল হোসেন, এএসআই খোকা চন্দ্র রায়, মো. মোতালেব, মো. হাফিজ ও অপারেশন ইনচার্জ মো. লতিফ অন‌্যায়ভা‌বে তা‌কে আটক ক‌রে মার‌ধর কর‌তে থা‌কে। পরে আসাদুজ্জামান পুলক ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে জান‌তে চাইলে ওসি মো. কামাল হো‌সেনসহ অন‌্য আসা‌মিরা তা‌কে মার‌ধর ক‌রে পু‌লিশের পিকআপে তু‌লে থানায় নি‌য়ে যায়। এ সময় ওসি আসাদুজ্জামান পুলকের মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে পাঁচ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রেন, অন‌্যথায় তা‌কে ক্রসফায়া‌রে দে‌বে ব‌লে হুম‌কি দেন। তাদের দা‌বিকৃত টাকা না দি‌তে পারায় আসাদুজ্জামান পুলককে থানা হেফাজ‌তে রে‌খে ওসিসহ অন‌্য আসা‌মিরা নির্মমভা‌বে মার‌ধর কর‌তে থা‌কে। নির্যাতনের একপর্যা‌য়ে ওসির লা‌ঠির আঘা‌তে আসাদুজ্জামান পুলকের বাম হা‌তের হাড় ভেঙে যায়।

প‌রে গত ৩০ এপ্রিল আসাদুজ্জামান পুলককে ১৫১ ধারায় গ্রেপ্তার দে‌খি‌য়ে আদালতের মাধ‌্যমে কারাগারে পাঠা‌নো হয়। এরপর গত ২‌ মে আদালতের মাধ‌্যমে জা‌মি‌নে বের হ‌য়ে আসাদুজ্জামান পুলক হাসপাতা‌লে চি‌কিৎসা নেন। আট ‌দিন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন থাকার পর আজ আদাল‌তে মামলা‌টির আবেদন ক‌রেন যুবলীগের এ নেতা।

এ বিষ‌য়ে জেলা যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক ও মামলার বাদী আসাদুজ্জামান পুলক ব‌লেন, ওসিসহ বা‌কি পু‌লিশ কর্মকর্তারা আমার স‌ঙ্গে যে অন‌্যায় ক‌রে‌ছে আর কেউ যেন এরকম অন‌্যা‌য়ের শিকার না হন। আদালতের আদেশে আমি সন্তুষ্ট।

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page