অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত চার বছর আগেও মার্কিন মুদ্রা ডলারের যে ক্ষমতা ছিল তা এখন আর নেই। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুদ্রা ডলারকে আন্তর্জাতিক লেনদেন থেকে বাদ দেয়ার বিষয়ে ব্রিকস জোটের বিরুদ্ধে যে হুশিয়ারি দিয়েছেন তার জবাবে এ কথা বলেছেন পুতিন। ট্রাম্প তার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ-এ হুশিয়ারি দিয়ে বলেছিলেন ব্রিকসভুক্ত যেসব দেশ লেনদেন থেকে ডলার বাদ দিবে মার্কিন সরকার সেই দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ট্রাম্প বলেছেন, ব্রিকসভুক্ত দেশগুলো তাদের লেনদেন থেকে ডলার বাদ দিলে এসব দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেয়া হবে না। তিনি বলেন, ডলার বাদ দিলে ব্রিকসভুক্ত দেশগুলোর যেকোনো পণ্যকে আমেরিকার বাজারে প্রবেশ করতে ১০০% ট্যাক্স দিতে হবে।
Leave a Reply