অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৪ থেকে ১৮, মোট ১৫টি আসনে ১৮৮ জন প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে ১৮৬ জন সরাসরি এবং দুই জন অনলাইনে ফরম জমা দেন। এদের মধ্যে ১২৪টি মনোনয়নপত্র বৈধ এবং ৬৪টি অবৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার ( ৪ ডিসেম্বর) বিকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম এই ঘোষণা করেন।
অবৈধ ঘোষণা করা ৬৪টি মনোনয়ন পত্রের মধ্যে ১৫ টি ঋণখেলাপী, ২৯টিতে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে পর্যাপ্ত ভোটার সমর্থন না থাকার কারণে এবং ২০টি আনুষাঙ্গিক কাগজপত্র ও তথ্যপ্রমাণ না দেওয়ার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
Leave a Reply