অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন ।
রিটার্নিং কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র যাচাইয়ের সব ধাপ অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপত্তি, অভিযোগ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে তারেক রহমানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হলো।
ঘোষণার সময় তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থিতা বৈধ ঘোষণা করায় তারা সন্তোষ প্রকাশ করেন।