January 31, 2026, 9:50 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নে গ্রামবাসীর বিক্ষোভ ; স্কুলশিক্ষক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সহকারী শিক্ষক মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে জনগণের দাবির মুখে আটক করা হয়। আটক সহকারী শিক্ষক মোকাররম হোসেন ভোগনগর ইউনিয়নের কালা পুকুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

গত ১১ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীরা বাবা উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন যে, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে ডেকে নিয়ে সহকারী শিক্ষক মোকাররম হোসেন অমানবিক শারীরিক নির্যাতন করেন। যা মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষক মোকাররম হোসেনের উপযুক্ত শাস্তির দাবি করছি।

এ নিয়ে সহকারী শিক্ষা অফিসার গীতা রানী সরকারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দিলিপ কুমার রায় ও পরিতোষ চন্দ্র সরকার। বৃহস্পতিবার বেলা ১১টার সময় কমিটির সদস্যরা ওই স্কুলে তদন্তে যান। এ সময় এরাকার লোকজন খবর পেয়ে স্কুলমাঠে জড় হতে শুরু করেন। এক পর্যায়ে শত শত গ্রামবাসী উত্তেজিত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন।

সংবাদ পেয়ে ইউএনও ফজলে এলাহী, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষক মোকাররম হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিক্ষক মোকাররম হোসেনকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয় জলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, শিশু শিক্ষার্থীর বাবার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। আজ কমিটি তদন্তে গেলে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষক মোকাররম হোসেনকে আসামি করে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনা ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু শিক্ষার্থীর বাবার করা মামলায় শিক্ষক মোকাররম হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে কোর্টে চালান করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page