অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে বিয়ে পড়ানোর কথা বলে কাজীকে ডেকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অপহরণ করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ওসি তানভিরুল ইসলাম।
গ্রেফতার আসামিরা হলেন- দিনাজপুর শহরের মিশন রোড এলাকার এরশাদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (১৬), একই এলাকার আব্দুর রশিদ খানের ছেলে ইউসুফ আলী (২৬), মোহাম্মদ আলীর ছেলে জোবায়ের জোয়েল (২২), আব্দুল কাদেরের ছেলে তাইজুল ইসলাম (২৬) ও মৃত আব্দুল বাহেদের ছেলে আব্দুল কাদের (৬০)।
এর আগে শনিবার সকালে জেলার বিরল উপজেলার কামদেবপুর এলাকার বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে মোজাফফর হোসেনকে অপহরণ করা হয় বলে জানান ওসি।
প্রেস ব্রিফিংয়ে ওসি তানভিরুল ইসলাম জানান, গত শনিবার সকালে (৩০ জুলাই) দাফতরিক কাজে মোটরসাইকেলে দিনাজপুর কাচারিতে আসেন তিনি। কাচারির স্ট্যান্ডে মোটরসাইকেল রেখে কাজে যান। দুপুরে সেখানে অবস্থানকালেই তার মোবাইলে একটি কল আসে। ডাকা হয় বিয়ে পড়ানোর জন্য। পরে আসামিরা কাচারিতে এসে তাকে মোটরসাইকেলে করে বিয়ে পড়ানোর কথা বলে মিশন রোড এলাকার একটি বাড়িতে নিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সেখানে আসামিরা তার কাছ থেকে চাবি নিয়ে তার মোটরসাইকেলটি কাচারি থেকে নিয়ে যায় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে তিনটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। টাকার জন্য মোজাফফর তার ছোট ছেলের মোবাইলে কল করে এবং বিকাশে ১০ হাজার টাকা নেন। পরে আসামিরা তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। কিন্তু মোটরসাইকেলটি রেখে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে গোলাপ হোসেন শনিবার রাতে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ এবং রাতেই পাঁচ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন অজ্ঞাত আসামি রয়েছে তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
Leave a Reply