অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারির এক দিনের মাথায় দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন বলে গুঞ্জন ওঠেছে।
সোমবার (২০ মার্চ) রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন রটেছে। তবে বিষয়টি অনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।
এর আগে সোমবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।
Leave a Reply