November 17, 2025, 8:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্রভিত্তিক নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি  ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিচারকের সন্তান হত্যা ; কালোব্যাজ কর্মসূচি পালন করলেন দেশের নিম্ন আদালতের বিচারকরা বাংলাদেশিদের সহজে ভিসা দিচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ ;  বিবিসি বাংলার প্রতিবেদন পোস্টাল ভোটিং জটিল হলেও আগামী নির্বাচনে বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব একটি নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন  প্রশাসনে নিয়োগ ও বদলি : জামায়াতের সেক্রেটারি সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ১৩৯ লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুনের পর ফেসবুকে ‘আউট’ লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ; আরএমপির ৪ পুলিশ বরখাস্ত
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিভিন্ন দপ্তরে দুদকের অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-সহ বিভিন্ন দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, রাজধানীর আগারগাঁওয়ে  আইসিটি টাওয়ার ভবনে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করা দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পটির প্রাথমিক ব্যয় ২ হাজার ৫৪১ কোটি টাকা ধরা হলেও সংশোধন করে ব্যয় ২ হাজার ৮০৭ কোটি টাকা ধরা হয়। প্রকল্পটির মেয়াদ ছিল ৫ বছর তথা ২০২২-২০২৬ পর্যন্ত হলেও ২০২৫ সালের জানুয়ারি মাসে ওই প্রকল্পের প্রায় ১৩ থেকে ১৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় ইউনিফায়েড কমিউনিকেশন কম্পোনেন্ট এবং ন্যাশনাল জব পোর্টালসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক ইভেন্ট/অঙ্গ সেগুলো এখনো চালু করা হয়নি মর্মে টিম জানতে পারে। সার্বিক পর্যালোচনায় প্রকল্পটির বিভিন্ন ইভেন্ট বা কার্যক্রম বাস্তবায়ন ধীরগতির ছিল বলে টিমের কাছে প্রতীয়মান হয়।

এদিকে সাতক্ষীরায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিকমূল্যে কৃষকদের নিকট সার বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরেজমিনে স্থানীয় তালা ও পাটকেলঘাটা বাজার পরিদর্শনে কৃষকদের নিকট সরকারের নির্ধারিত মূল্যের অধিকমূল্যে সার বিক্রয়ের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অধিকন্তু বিএডিসি’র লাইসেন্সধারী দোকানে ইউরিয়া সার বিক্রয়ের অনুমোদন না থাকলেও অবৈধভাবে বিক্রয় করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সার্বিক বিষয়ে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালককে অবহিত করা হয় এবং অভিযান সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এ ছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণ’ শীর্ষক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ১৯ কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ওই প্রকল্পে ৯৫টি লটে মোট প্রাক্কলিত মূল্য ২২ লাখ ২০ হাজার ১১ টাকা। টিম জানতে পারে, কাজটি ইজিপিতে ওপেন টেন্ডারিং মেথডে বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান ও নির্বাহীদের বিভিন্ন ব্যাংক থেকে বেআইনিভাবে চাঁদা উত্তোলন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযান চলাকালে বিভিন্ন রেকর্ডপত্র ও বিএবি’র ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় যে, বিএবি’র আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে বিধান না থাকা সত্ত্বেও ওই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও অন্য সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছেন, যা বিএবির আয়-ব্যয় হিসেবে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।

রেকর্ডপত্র বিশ্লেষণ করে অভিযান বিষয়ে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক জানায়।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page