অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলা এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ৭ জেলাসহ দেশের মোট ২৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গত ১৪ জানুয়ারি সবচেয়ে কম তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
দেশের উত্তরাঞ্চলে এখন শীত তীব্র হয়েছে। শীতে জনজীবনের জবুথবু অবস্থা। শীত বেড়েছে ঢাকায়ও। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে কমে হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Leave a Reply