অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উপজেলা ও থানা এলাকায় মোতায়েন হবে সশস্ত্র বাহিনী।
নির্বাচন কমিশনের পরিপত্রে আরো জানানো হয়, সশস্ত্র বাহিনী এ’সময় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবে। রিটার্নিং বা প্রিজাইডিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী ভোটকেন্দ্র বা ভোটকক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করবে সশস্ত্র বাহিনী। একইসঙ্গে তারা গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করবে। ইসির একই পরিপত্রে জানানো হয়, ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না কেউ।
Leave a Reply