November 18, 2025, 5:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশি ও মাদক আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার প্রবেশে বাধা ; পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষ কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড রাঙ্গামাটিতে অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ২ জন নিহত সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর : ভারতের সেনাপ্রধান মিয়ানমারের মডং শহরের দখল নিয়েছে কারেন বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

ধসে পড়ছে আমেরিকা ; এদেশ এখন বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিউ অর্লিয়ন্স শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নতুন মেয়াদে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা এক বিপর্যয় এবং ধসে পড়ছে! আমেরিকা বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে!

ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল নেতৃত্ব ও নেতৃত্বের অভাবের প্রতিবাদ জানিয়ে ট্রুথ নামক সোশাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছেন। তিনি আরও লিখেছেন, আর এ ঘটনা ঘটছে সীমান্ত খুলে রাখার জন্য! অদক্ষ ও দুর্বল নেতৃত্ব আমাদের এবং বাস্তবে নেতৃত্বহীনতার কারণেই এইসব ঘটনা ঘটেছে!

গত বুধবার নিউ-অর্লিয়ন্স শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছেন, বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য। তার এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে। ট্রাম্প আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে যে তা এর আগে কেউ কখনও দেখেনি!

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ৪২ বছর বয়স্ক এক মার্কিন নাগরিক ওইদিন নিউ-অর্লিয়ন্স শহরে এসে নববর্ষের উৎসবে ব্যস্ত একদল মানুষের ওপর গাড়ি চালিয়ে দেন এবং এরপর গুলি বর্ষণ করেন। তার হাতে ছিল কথিত আইএস বা দায়েশের পতাকা ও তার মাইক্রোবাসে ছিল কিছু অস্ত্রশস্ত্র ও বোমা। এই ব্যক্তি অতীতে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও’র আলোকে এই ব্যক্তি রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, নানা সাক্ষ্য প্রমাণ থেকে মনে হচ্ছে নিউ-অর্লিয়ন্স শহরে প্রাণঘাতী এই হামলাকারী আইএস (সাবেক আইসিস) বা দায়েশের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন।

মার্কিন সরকারি সংস্থাগুলো সম্পর্কে ট্রাম্পের এইসব প্রতিবাদ বিভিন্ন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বার বার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয়। ওইসব সতর্কবাণীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগুচ্ছে তা উল্লেখ করা হয়েছে।

অবশ্য ট্রাম্প মার্কিন ফেডারেল প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্বগুলো থেকে দৃষ্টি সরিয়ে অযোগ্য ও অদক্ষ নেতৃত্বের ওপর এই পরিস্থিতির দায় চাপিয়ে দিয়ে রাজনৈতিক চালবাজি করেছেন। ট্রাম্প বলেছেন, মার্কিন বিচার বিভাগ, ফেডারেল পুলিশ, ডেমোক্রেটিক-দলীয় সরকার ও প্রসিকিউটররা বা সরকারি কৌশলীরা (উকিলরা) এইসব সংকট সমাধানে কোনো কাজ করেননি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তারা হলেন দুর্নীতিবাজ ও অযোগ্য এবং তারা ঘরোয়া ও বাইরের সহিংসতা যা সরকারি ও জনগণের পর্যায়ে ছড়িয়ে পড়েছে সেসব হতে আমেরিকাকে রক্ষার পরিবর্তে তার তথা ট্রাম্পের প্রতি ও রাজনৈতিক বিরোধীদের ব্যাপারে নানা বেআইনি পদক্ষেপ নিয়ে সময় নষ্ট করেছেন।

এটা স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে ও বাইরে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সব দিক হতে। পশ্চিমা বিশেষজ্ঞরাও এ বিষয়ে একমত। মার্কিন বিষয়ে বিশেষ মোস্তফা খোশ-চাশম্ মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ধস নামার বিষয়টি এক রাতের বিষয় নয় বরং অনেক আগ থেকেই এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি তার প্রতিদ্বন্দ্বীরাও লক্ষ্য করছে।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২১ সালর জুলাই মাসে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সমস্যা, অযোগ্যতা ও বলদর্পিতা ইত্যাদি ক্রমেই বাড়ছে এবং এসব এক সময় এতই জটিল হয়ে পড়বে যে সেগুলো সমাধান করা আর সম্ভব হবে না। আর এভাবে এই দেশটিও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে দৃঢ়পদে!

এটা স্পষ্ট মার্কিন সমাজে বর্ণবাদ, অর্থনৈতিক সংকট, সন্ত্রাস, সহিংসতা, রাজনৈতিক বিভেদ ইত্যাদি ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমেই দুর্বল হচ্ছে এ দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রভাব।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page