January 28, 2026, 5:35 am
শিরোনামঃ
কারাগারে বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাদক ব্যবহারকারী ৮২ লাখ ; বেশিরভাগই তরুণ নির্বাচনে সাংবাদিক কার্ডের জন্য অনলাইন আবেদন জানাতে ইসির আহ্বান দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে দুদকের তলব ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা বিষয়ক সংলাপ গাজীপুরের জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযানে ৩ জন আটক পটুয়াখালীতে দুধ দিয়ে গোসল করে মৎস্যজীবী দল নেতার জামায়াতে যোগদান মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী ; ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ঈদের দিন যুবককে গুলি করে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের দিন ককটেল বিস্ফোরণে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার হরিপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার খোল্লাকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)। তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

তিনি জানান, হত্যা মামলার বাদীর এজাহার পর্যালোচনা, স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। পরে নরসিংদী জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে বুধবার ভোরে রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের কাওয়াবাড়ী এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি একনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একইদিনে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার খোল্লাকান্দি গ্রাম থেকে হত্যা মামলার অপর আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী বলেন, আসামি সুমনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page