অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাত জোড় করে একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা বার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তিনি এই দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নারায়ণগঞ্জ ক্লাবের পাশে করা হয়েছে। এটা নিয়ে আইনজীবীদের আপত্তি ছিল। আপনারা কি ওই কোর্টে যাবেন কেউ? যাবেন না। কারণ শহর ডেড হয়ে গেছে। সেখানে যেতে আসতে গিয়ে দেখা যাবে একটা মক্কেলও উকিলের সাথে নেই, সব চলে যাবে। আজকে ৬ বছর ধরে একটা সুন্দর ভবন ওখানে আছে। আজকে বড় ভাইয়ের (আইনমন্ত্রী) কাছে, আমি ওনার ছোট ভাইয়ের বন্ধু হিসেবে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার একজন প্রিয় মানুষ হিসেবে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত উনি আমার ভিক্ষা কবুল না করবেন আমি আমার হাত জোর ছাড়বো না। নারায়ণগঞ্জে একটি হার্ট ইনস্টিটিউট নেই, নারায়ণগঞ্জ ক্লাবের পাশের জায়গাটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে অনুমতি নেবেন।’
তিনি মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আমি বিশ্বাস করি বড় ভাই যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন ওইটা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা নামে হার্ট ইনস্টিটিউট করা হোক। আর আমি আইনজীবীদের জন্য এখানে চিফ জুডিশিয়াল ভবন করে দিচ্ছি। আমার নারায়ণগঞ্জের মানুষ হার্ট ইনস্টিটিউট পাবে, এই মুহূর্তে কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয় কিংবা ব্রেনে আক্রান্ত হয় আমাদের এখানে এই রোগের চিকিৎসা নেই। তাই যতক্ষণ পর্যন্ত বড় ভাই আমার হাত দুটি খুলে না দেবেন আমি হাত জোর করে এভাবে দাঁড়িয়ে থাকবো।’
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক শামীম ওসমানকে হাত ছুটাতে বলেন। এর জবাবে শামীম ওসমান বলেন, ‘আমার ভাই হাত ছুটিয়ে দিয়েছেন, তার মানে এটা কবুল হয়েছে ইনশাআল্লাহ।’
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘হৃদয়ের হাসপাতাল আপনাদের দাবি। আমার হৃদয় আপনাদের সাথে আছে, এর মধ্যে কোনও কথা নেই। হার্ট ইনস্টিটিউটের বিষয়ে আমি আপনাদের কাছে যে কথা শুনে গেলাম, ঠিক সেই কথা প্রধামন্ত্রীর কাছে বলবো। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
মন্ত্রীর বক্তব্যের শেষ দিকে হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীকে বলার জন্য এমপি শামীম ওসমান আবারও তাকে অনুরোধ করেন। জবাবে আনিসুল হক বলেন, ‘আমার মুখের কথা একবার। আমি যখন বলি চেষ্টা করবো ও আমাকে দুই বার কথাটা বলাচ্ছে। আমি বলেছি, আমি আপনাদের কথাটা প্রধামন্ত্রীর কাছে বলবো। তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা।’
আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান ও এটনী জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ারসহ প্রমুখ।
Leave a Reply