অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার দাবিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
২০ ডিসেম্বর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছিলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সদস্যপদ বাতিল করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। তবে এই প্রক্রিয়া এতটাও সহজ হবে না বলেও তিনি স্বীকার করেছিলেন।
সম্প্রতি মারিয়া জাখারোভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার জন্য কিয়েভ সরকারের আহ্বানে পাল্টা জবাব দিয়ে বলেছেন, এই ধরনের বক্তব্যকে উপেক্ষা করা দরকার।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মস্কোর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত এই বিষয়ে রুশ রেডিও স্টেশন স্পুতনিকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া বলেন, ‘কিছুই করতে হবে না। কুকুর ঘেউ ঘেউ করলেও কাফেলা ঠিকই এগিয়ে যাবে।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বারবার বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বাদ দেওয়া অসম্ভব।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের ১৫ ডিসেম্বর ব্রিফিংয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রও মনে করে যে এটি করার জন্য জাতিসংঘের নিয়ম পরিবর্তন করা অসম্ভব।
Leave a Reply