অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৮ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।
ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্স সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প তছনছ করে দেয় নেপালের পশ্চিমাঞ্চল।
গভীর রাতে ভূমিকম্প আঘাত হানার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভূমিকম্পের উৎস ছিল জাজারকোট জেলায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাজারকোট এবং পশ্চিম রুকুম এলাকা।
পুলিশ জানিয়েছে, শুধু জাজারকোটেই নিহত হয়েছে ৯২ জন। এর মধ্যে আছে নালগাদ মিউনিসিপালিটির ডেপুটি মেয়র সারিতা সিং। কারনালি প্রদেশ পুলিশের তথ্যমতে, জাজারকোটের রামিদান্দা এলাকায় কমপক্ষে ৪৪ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে।
পশ্চিম রুকুমের ডিএসপি নামারাজ ভট্টরাই বলেন, সেখানে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। জেলার মুখ্য কর্মকর্তা সুরেশ সুনার বলেছেন, ভূমিকম্প সবচেয়ে জোরালোভাবে আঘাত করেছে জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বারেকোট এবং ছেদাগাদে। জেলার নিরাপত্তা রক্ষীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
এর আগে ২২ অক্টোবর ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কাঠমান্ডু উপত্যকা ও আশপাশের জেলাগুলোতে। তবে সে সময় কোনো প্রাণহানী বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, দ্রুত উদ্ধার ও ত্রাণকাজের জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। অভিযানে নামানো হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর তিনটি এজেন্সিকে।
Leave a Reply