October 2, 2025, 11:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের উন্নয়ন ভাবনা নিয়ে সংবাদিকদের সাথে বিএনপির প্রত্যাশী ব্যারিষ্টার কাজলের মতবিনিময় রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা গাজা অভিমুখি জাহাজ ‘কনসায়েন্স’ থেকে বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমের বার্তা শাপলার পরিবর্তে এনসিপিকে থালা-খাট-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি গাইবান্ধায় এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিল পাষন্ড পাওনাদার ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন চট্টগ্রামের ১০ তরুণ টেকনাফের গহীন পাহাড়ে পাচারের জন্য আটকে রাখা ২১ জনকে উদ্ধার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে বাসচাপায় শিশুসহ দুইজন নিহত গাজাগামী ত্রাণবহরে বাধা দেওয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে মানবিক ত্রাণ বহনকারী নৌবহর ফ্লোটিলা
এইমাত্রপাওয়াঃ
ঝিনাইদহ-৩ আসনের উন্নয়ন ভাবনা নিয়ে সংবাদিকের সাথে বিএনপির প্রত্যাশী ব্যারিষ্টার কাজলের মতবিনিময়

পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক বৈজ্ঞানিক শিল্প উৎপাদনে ইরানের স্থান দ্বিতীয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানী জ্ঞান-ভিত্তিক একটি কোম্পানির গবেষকরা সার্ভিকাল স্পাইন ইমপ্লান্ট, লাম্বার স্পাইন ইমপ্লান্ট এবং শিশুদের মেরুদণ্ডের ইমপ্লান্টসহ আন্তর্জাতিক মানের মেরুদণ্ডের ইমপ্লান্টের একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও ডিজাইন এবং উত্পাদন করতে সফল হয়েছেন।

ইরানে ব্রেইন ম্যাপিং আপডেটের ওপর অষ্টম আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন, আল্লামেহ তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয়ের আটটি বৈজ্ঞানিক প্রকাশনাকে ইসলামী বিশ্বের শীর্ষ জার্নালের তালিকায় স্থান দেওয়া এবং একজন ইরানী বিজ্ঞানীর প্রচেষ্টায় জ্ঞানভিত্তিক একটি কোম্পানি মেরুদণ্ডের ইমপ্লান্টের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করা ইত্যাদি ইরানের কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক খবর।

জ্ঞানভিত্তিক অর্থনীতিইরান এবং ভেনিজুয়েলার মধ্যে যৌথ সহযোগিতার কেন্দ্রবিন্দু : ইরান ও ভেনিজুয়েলার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের দশম বৈঠকের সমাপ্তির কথা উল্লেখ করে ইরানের আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা উন্নয়ন সংস্থার ডেপুটি বলেছেন: দু’দেশের মধ্যে সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড ছিল বিজ্ঞান ও প্রযুক্তি। জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো এই বৈঠকে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

তিনি উভয় পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে ইরান-ভেনিজুয়েলা উদ্ভাবন ও প্রযুক্তি কেন্দ্রের আসন্ন উদ্বোধনের খবর জানান।

ইরানের আল্লামেহ তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয়ের আটটি বৈজ্ঞানিকগবেষণা প্রকাশনা মুসলিম বিশ্বের সেরা প্রকাশনার নতুন তালিকাভুক্ত হলো (কিউ ওয়ান) : ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটেশন অ্যান্ড মনিটরিং ইনস্টিটিউট (আইএসসি)’র প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে, আল্লামেহ তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক প্রকাশনাগুলোর আটটি Q1 এ শীর্ষ স্থান অর্জন করেছে। অপর ১০টি প্রকাশনাও Q2 র‌্যাঙ্কিংয়ে গৃহীত হয়েছে।

সিগারেটের ফিল্টারকে কম্পোজিটে পুনর্ব্যবহার করতে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নয়া কৌশল : তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানী গবেষকরা ব্যবহৃত সিগারেটের ফিল্টার থেকে এক ধরনের সেলুলোজ-ইপক্সি ন্যানোফাইবার কম্পোজিট তৈরি করতে সফল হয়েছে।  প্যাকেজিং শিল্পে এই কম্পোজিট বেশ কার্যকর। এই যৌগটি যান্ত্রিক এবং তাপ উভয় দিক থেকেই খুব শক্তিশালী  প্রতিরোধক হিসেবে কাজ করে। সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অফ বায়োলজিক্যাল ম্যাক্রোমোলিকিউলসে (International Journal of Biological Macromolecules) এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

পঞ্চম প্রজন্মের বৈজ্ঞানিক প্রযুক্তি উৎপাদনে ইরানের স্থান দ্বিতীয় : আইএসসি ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেফারেন্স অ্যান্ড মনিটরিং ইনস্টিটিউটের প্রযুক্তি ও উদ্ভাবনী বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলি নায়েবি বলেছেন: তুরস্ক, ইরান এবং মালয়েশিয়া পঞ্চম প্রজন্মের বৈজ্ঞানিক প্রযুক্তি উৎপাদনে যথাক্রমে ১৮১৭, ১৬২৫, এবং ১৬১১ ডিগ্রি নিয়ে শীর্ষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে ইরান চতুর্মাত্রিক উন্নত প্রিন্টিং প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বে ১১ তম স্থানে অবস্থান করে মুসলিম বিশ্বে প্রথম স্থানে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page