অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শিগগিরই পরমাণু কর্মসূচি চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এখন ইউরোপীয় দেশগুলো আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। আমরাও সম্ভবত শিগগিরই তাদের সঙ্গে কাজ শুরু করব।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাত্কারে তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পারস্পরিক যোগাযোগের পথ বেছে নিলে ইরান তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সংস্থাটির বোর্ড অব গভর্নরস ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাব জারি করলে ইরানও নতুন ব্যবস্থা নেবে।
আব্বাস আরাগচি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতি আমাদের আচরণ পুরোপুরি পেশাদারিত্বমূলক। সংস্থাটি একটি প্রযুক্তিগত সংস্থা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে তার দায়িত্ব পালন করা উচিত; রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশের অধিকার তাদের নেই।
তিনি বলেন, ইরান আইএইএ’র অধীনে তার বাধ্যবাধকতার পাশাপাশি এনপিটি নামে পরিচিত পারমাণবিক বিস্তার রোধ চুক্তির প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ক্ষতিপূরণ দিতে ইউরোপের ব্যর্থতার প্রতিক্রিয়ায় ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির অঙ্গীকার স্থগিত করেছে।
এই চুক্তির আনুষ্ঠানিক নাম ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ)। ‘তবুও, ইরান জেসিপিওএ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং ইউরোপের সাথে আলোচনা শিগগিরই শুরু হতে পারে’, আরাগচি উল্লেখ করেছেন।
Leave a Reply