এম এ কবীর, ঝিনাইদহ : আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজাম্মেল করিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এম কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।
সভায় প্রধান অতিথি বলেন, এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’।
তিনি বলেন ব্যাপক প্রচারের মাধ্যমে মাতৃ স্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, বাল্য বিবাহ প্রতিরোধ,পরিকল্পিত পরিবার গঠন এবং নিরাপদ মাতৃত্ব এসডিজির প্রধান লক্ষ্য।
তিনি বলেন,ঝিনাইদহের মানুষে কল্যানে এখারকার স্বাস্থ্য সেবার মান বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান।
মোজাম্মেল করিম জানান, জেলায় সক্ষম দম্পতির সংখ্যা ৪ লাখ এক হাজার উনচল্লিশ জন এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহন কারীর সংখ্যা ৩ লাখ ১৫হাজার ৭ শত ৫৩ জন।