অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিবাদী মিডিয়া এই এলাকায় সক্রিয় প্রতিরোধ ব্যাটালিয়নের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পশ্চিম তীরে ইহুদিবাদী সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যখন প্রতিরোধ করছে এবং আগ্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হানছে তখন ইহুদিবাদী সূত্রগুলো জর্ডান নদীর পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ সেলের পরিসংখ্যান সম্পর্কে উদ্বেগজনক তথ্য তুলে ধরছে।
ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছ যে ২৩টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ। একই সময়ে আল-আকসা শহীদ ব্যাটালিয়ন, আল-কুদস ব্যাটালিয়ন এবং জেনিনে আল-মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতে বিভিন্ন ফ্রন্টে ইহুদিবাদী আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইহুদিবাদীদের লক্ষ্য করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।
এছাড়াও, স্থানীয় মিডিয়া জেনিনের পশ্চিমে অবস্থিত বারকিন শহরে দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে।
গত সপ্তাহে ইহুদিবাদী সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয় এবং এসব অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হয়। এসব এলাকার অবকাঠামোগত কিছু স্থাপনা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে।
Leave a Reply