অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেগম রোকেয়া পদক-২০২২ পেলেন পাঁচ বিশিষ্ট নারী। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন। প্রতি বছর রোকেয়া দিবসে এই পদক প্রদান করা হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের এ পদক প্রদান করা হল।
নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)। নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা), নড়াইল জেলার ড. আফরোজা পারভীন সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেলেন ঝিনাইদহ জেলার নাছিমা বেগম। নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেলেন ফরিদপুর জেলার রহিমা খাতুন।
পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়।
বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী পদক তুলে দেন।
বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার নারী বান্ধব সরকার। দেশের সার্বিক উন্নয়ন, অগ্রততিতে নারীদের ভূমিকা অতুলনিয়। তাদের অগ্রগতি প্রশংসনিয়।”
অনুষ্ঠানে নারীদের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “অফিস, আদালত, সংসারই শুধু নয়, নারীরা এখন খেলার মাঠেও সফল। সব ধরণের খেলায় আমাদের মেয়েরা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা ছেলেদের চেয়েও ভালো করছে।”
তিনি বলেন, “একজন নারী সে যদি সংসারেও কাজ করে সেখানেও কিন্তু তার শ্রম অনেক। হয়তো তিনি কোন বেতন নেন না, কিন্তু একটাও তার অনেক কষ্ট হয়।”
Leave a Reply