অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ (১২ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্টে তার একটি ছবিসহ একটি সম্পাদিত উইকিপিডিয়া পেজের মতো করে নকশা করা হয়েছে। এতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ট্রাম্পকে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ৩ জানুয়ারি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিতর্কিত এক সামরিক অভিযান চালায়। অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের সেফ হোম থেকে তুলে নিউইয়র্কে নিয়ে আসা হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র–সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের আদালতে বিচার করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প পোস্টে উল্লেখ করেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীনভাবে নেতৃত্ব দেবেন এবং দেশটির তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ পরিচালনার দায়িত্ব নেবেন। মাদুরোকে উদ্ধার করার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ দেওয়া হয়েছে। তবে নতুন এই সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
এদিকে, মার্কিন দূতাবাস পুনরায় খোলা সম্ভব কিনা তা যাচাই করার জন্য যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল বর্তমানে কারাকাস সফর করছে।