অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুজানগর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতা আল আমিন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা নির্বাচন পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহীনের সমর্থক ছিলেন।
গতকাল শুক্রবার রাতে রানিনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানিয়েছে, সুজানগর উপজেলা নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই সূত্র ধরে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবলীগ সদস্য আল আমিন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে মৃত্যু ঘটে।
আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।
Leave a Reply