অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার এ সফর মস্কো-দামেস্ক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল (বুধবার) এক রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
তিনি মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতে বলেন, “রুশ-সিরিয়া যৌথ কমিশনের তৎপরতায় আমরা সন্তুষ্ট। আমার আজকের সফর সকল ক্ষেত্রে দু’টি দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে।”
সিরিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, মস্কো ইউক্রেনে পাশ্চাত্যের সমর্থনপুষ্ট ‘পুরনো ও নব্য নাৎসিবাদীদের’ বিরুদ্ধে লড়াই করছে।
আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট আসাদ তার দেশের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণ পাঠানোয় রুশ প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া ও সিরিয়ার মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং দু’টি দেশের সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দু’দেশের মধ্যে সহযোগিতার ভুয়সী প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া ও সিরিয়া উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত সিরিয়ার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট পুতিন।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হওয়ার পর তা মোকাবেলায় দামেস্ক সরকারকে সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশিয়া। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং সিরিয়ার যে সমস্ত অঞ্চল সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছিল তা সিরিয়ার কাছে আবার ফিরে আসে।