অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকি বাস্তবায়নের কাজে কোনো অবস্থায় ইরাককে ব্যবহার করতে দেয়া যাবে না। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সাবিত মুহাম্মাদ সাঈদ আল-আব্বাসি গতকাল (রোববার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
রায়িসি বলেন, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরাকের পুনর্গঠনে দেশটির সরকার যে প্রচষ্টে চালাচ্ছে তার প্রতি তেহরানের সমর্থন রয়েছে। ইরাক ও ইরানের মধ্যে যে দীর্ঘ সীমান্ত রয়েছে তাকে তিনি ‘বন্ধুত্ব ও সহযোগিতার সীমান্ত’ হিসেবে অভিহিত করেন। রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরাকের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে। সেইসঙ্গে ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তা শক্তিশালী করার কাজেও তেহরানের সমর্থন রয়েছে।
সাক্ষাতে ইরাকে বিদেশি আগ্রাসনের সময় এবং উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধে ইরাকি জনগণের পাশে থাকার জন্য ইরানকে ধন্যবাদ জানান ইরাকি প্রতিরক্ষামন্ত্রী। আব্বাসি বলেন, ইরানকে হুমকিগ্রস্ত করার কাজে তার দেশের ভূমি ব্যবহারের অনুমতি কাউকে দেয়া হবে না।তিনি যুদ্ধবিধ্বস্ত ইরাকের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি আহ্বান জানান।
Leave a Reply