অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পল্লীকবি জসীমউদ্দীনের ১২০তম জন্মদিন আজ। এই উপলক্ষে রবিবার (০১ জানুয়ারি) সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির তাম্বুলখানা গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীমউদ্দীন। কলেজ জীবনেই ‘কবর’ কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। এই কবিতাটি পরে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’।
এরপর তার আরও ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈত্রিক ভিটায় কবিকে দাফন করা হয়।
পল্লীকবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
সকালে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহান পল্লীকবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
পরে কবির বাড়ির প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মো. শাহজাহান, প্রফেসর এম এ সামাদ, সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমুখ। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply