অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিনের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম তীরের জেনিনের অদূরে কাবাতিয়া শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি রাহিনী হামলা চালায়, এতে দুই ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হন।
এছাড়া, ইসরাইলি বাহিনী জেনিনের নানা অবকাঠামো, ঘরবাড়ি এবং দোকানপাট ধ্বংস করে দিয়েছে। কোনো কারণ ছাড়াই একজন বৃদ্ধ ফিলিস্তিনির দেহে গুলি চালিয়েছে। এর ফলে তিনি মারাত্মক আহত হয়েছেন। এর পাশাপাশি দখলদার বাহিনী শহরের কয়েক ডজন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, পশ্চিম তীরের আল-খলিল শহরেও ইহুদিবাদী সেনারা হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
এদিকে, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের সহযোগিতায় দখলদার সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের চলার পথে পেতে রেখে তাতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর ফলে বেশ কয়েক জন ইসরাইলি সেনা আহত হয়েছেন।
গত মঙ্গলবার থেকে ইসরাইলি সেনাবাহিনী জেনিনে আক্রমণ শুরু করে, এর ফলে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক আহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বর্বরতা চলছেই।
Leave a Reply