অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসি’র পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইজরাইলের অবৈধ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান নিয়েছেন।
গতকাল (রোববার) সৌদি আরবের রাজধানী রিয়াদে পিজিসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ১৫৬তম বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনা কিংবা ওই এলাকার ওপর ইসরাইলের সার্বভৌমত্বের বিষয়টিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত ফিলিস্তিনি-ইসরাইল সম্পর্কিত যত প্রস্তাব পাস করেছে ইসরাইলের এই বসতি নির্মাণের পরিকল্পনা তার পরিপন্থী।
ইসরাইলের ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বাতিল করার জন্য তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে পিজিসিসি’র পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের যেকোনো ধরনের বসতি নির্মাণের প্রচেষ্টা অবৈধ এবং এই ধরনের তৎপরতা ইরাইলকে অবশ্যই বন্ধ করতে হবে।
Leave a Reply