January 30, 2026, 1:13 pm
শিরোনামঃ
মহেশপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বগুড়া জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে শহরের রোচাস মটেল মিলনায়তনে আজ এবং কাল এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই বিশেষ কর্মশালা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি-এর মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ।

তিনি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।

বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি। যেখানে গণমাধ্যম বড় ভূমিকা পালন করবে। তিনি নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাসুদ হোসেন। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানান এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page