September 15, 2025, 4:04 pm
শিরোনামঃ
রাজধানীতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে কয়েকটি দলের সাথে জামায়াতের যুগপৎ কর্মসূচি ঘোষণা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ২০৮ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের একমাসের কারাদণ্ড ; চেম্বার সিলগালা সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক  মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

বঙ্গবন্ধুর নামে আমরা মুজিবনগর বিশ্ববিদ্যালয় পেয়েছি : জনপ্রশাসন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা মুজিবনগর বিশ্ববিদ্যালয় পেয়েছি। দেশ-বিদেশ থেকে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসবে শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মেহেরপুর জেলার নাম।

আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
ফরহাদ হোসেন আরো বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, থাকবে এই মেহেরপুর। এই দেশের স্বাধীনতারও পূণ্যভূমি এই মেহেরপুর। বঙ্গবন্ধু বলেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। আমাদের সেই সেবক হয়ে কাজ করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে সকল কর্মকর্তা কর্মচারীকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। মেহেরপুর জেলার সকল ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের প্রথম হতে হবে। এখান থেকেই যেন অন্য জেলার কর্মকর্তা কর্মচারী শিখতে পারে। কাজের আইডল হিসেবে মেহেরপুর যেন একটি প্রশিক্ষণ কেন্দ্র হয়।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির জন্য কাজ করে যাবো। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত দেশ রেখে যাবেন প্রধানমন্ত্রী। সেই লক্ষেই সবাইকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রবিউল ইসলাম, পুলিশ সুপার এস এম নাজমুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা প্রশাসনের নাজির আফতাব আলী খান।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page