অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় গার্ডার ব্রিজ পার হতে পথচারীদের বাঁশের মই ব্যবহার করতে হয়। বানারীপাড়ার রায়ের হাট থেকে ফাইজুল হক ব্রিজ পর্যন্ত সড়কের মধ্যের খালে দীর্ঘদিন ধরে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ চলছে। বর্তমানে ব্রিজের কাজ বন্ধ রয়েছে।
জানা গেছে, এপ্রোচের কাজ শেষ না হওয়ায় সড়কে চলাচলকারী যানবাহন পার হতে পারছে না। পথচারীরা বাঁশের মই দিয়ে বিপদজনক অবস্থায় পার হচ্ছে। এ সড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারের সঙ্গে যোগাযোগ করতে দারুণ ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। ব্রিজটি নির্মাণ ব্যয়ের বরাদ্ধ এক কোটি ৯৫ লক্ষ টাকা।
ফাইজুল হক ব্রিজ এলাকার ভুক্তভোগী মো. জাকির হোসেন, অটোচালক আব্দুর রহিমসহ একাধিক ব্যক্তি জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের গার্ডার ব্রিজটি ঠিকাদারি প্রতিষ্ঠান এপ্রোচের কাজ সম্পন্ন না করে যেনতেন ভাবে বাঁশের মই লাগিয়েছে। এ সড়কের গার্ডার ব্রিজটির এপ্রোচ কাজ অতিসত্বর শেষ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, একই প্যাকেজের গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে যত দ্রুত এপ্রোচের কাজ সম্পন্ন করে জনচলাচল করতে পারে সে ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply