অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, এই গণমাধ্যমগুলো গণঅভ্যুত্থানে সময়েও একটি দিকে ঝুঁকে ছিলো। আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর বলেন, আগামী নির্বাচন সু্ষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও সেই শঙ্কা সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হয়। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দিবো।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্যকোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করবো। তবে নির্বাচন সুষ্ঠু হতে হবে।
জামায়াতের আমীর বলেন, আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে। জনগণের প্রতি শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই, নিবাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। দেশের মা-বোনরা আগামী নির্বাচনে জামায়াতকে চয়েস করবে।
তিনি বলেন, নির্বাচনের জয়ী হলে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে প্রতিবেশি সুলভ আচরন করবো। সবার সাথে সমঝোতা ভিত্তিতে বন্ধুত্ব করা হবে।
তিনি আরও বলেন, দুনীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই।