অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনার বিরূপ পরিস্থিতিতেও উন্নত কৃষিপ্রযুক্তির ফলে বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে বাংলাদেশ সফররত ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন এবং উম্মে কুলসুম স্মৃতি অংশগ্রহণ করেন।
সভায় ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির ১২ সদস্য অংশগ্রহণ করেন।
শুরুতে সভাপতি বাংলাদেশ সফররত ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানান এবং নেপালকে কৃষির উন্নয়নে সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮, ভিশন ২০২১, এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১ এর আলোকে জাতীয় কৃষিনীতি, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট, ডেল্টাপ্ল্যান ২১০০ এবং অন্যান্য পরিকল্পনার আলোকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। এগুলো বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তব রূপ ধারণ করবে।
এময় আরও জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে সারা পৃথিবীর মানুষের জীবন-জীবিকাকে যেমন হুমকির মুখে ফেলেছে, তেমনি এর প্রভাব বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকেও ব্যাহত করেছে। কিন্তু করোনার বিরূপ পরিস্থিতিতেও উন্নত কৃষিপ্রযুক্তির ফলে বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে ফেডারেল পার্লামেন্ট অব নেপাল এবং কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনের জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে আমন্ত্রণ জানানো হয়।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-২) এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply