অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলা নববর্ষ ও বিষু উৎসব উপলক্ষে জেলায় বসবাসরত গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তবলছড়িস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে রাঙ্গামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
জেলা গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু রাণী গুর্খার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও গুণীজন সংবর্ধনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বরুন প্রসাদ নেওয়ার, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মনোজ বাহাদুর গুর্খা, জেলার বিশিষ্ট সংগীত শিক্ষক ও পরিচারক গুর্খা নেতা দীলিপ বাহাদুর রায়, পংকজ বাহাদুর গুর্খা, ত্রিদীপ বাহাদুর রায় প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নেপালী বংশোদ্ভূত গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখতে হলে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে চলার পথ দেখাতে হবে। আর এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভা শেষে গুর্খা সম্প্রদায়ের সিনিয়র ৫ জন নেতৃবৃন্দকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
পরে গুর্খা সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের নিজস্ব ভাষায় সংগীত ও নাচ পরিবেশ করে।