December 13, 2025, 8:14 am
শিরোনামঃ
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে কোমায় আছেন গুলিবিদ্ধ ওসমান হাদি : চিকিৎসক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী খুনের ঘটনায় একজন গ্রেপ্তার সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১৩ কেজি চাল উদ্ধার কুমিল্লায় ভুট্টা ক্ষেত থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার স্কুলে কিশোরীদের হিজাব পরা নিষিদ্ধ করলো অস্ট্রিয়া পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আলোচনা
এইমাত্রপাওয়াঃ

বিএনপিতে চিহ্নিত সন্ত্রাসী বকুল মোল্লার  যোগদানের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন বিক্ষোভ মিছিল

এম এ কবীর, ঝিনাইদহ : বিএনপিত সন্ত্রাসীদের যোগদানের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শৈলকুপা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশের আয়োজন করে ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ফেসটুন প্লাকার্ড ও ব্যানার হাতে রাস্তার দুধারে মানব প্রাচীর তৈরি করে ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ দেশবাসীকে জানাতে চাই, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কোন আওয়ামী লীগকে বিএনপিতে যোগদান করানো যাবে না। শৈলকুপা  বিএনপির অভিভাবক এডভোকেট আসাদুজ্জামান একই নির্দেশনা বার বার দিয়ে যাচ্ছেন।

তাকে পাশ কাটিয়ে কতিপয় বিএনপি নেতা অর্থের বিনিময়ে আওয়ামী সন্ত্রাসী ক্যাডার দামুকদিয়া গ্রামের বকুল মোল্লাদের মত লোকদের বিএনপিতে যোগদান করাচ্ছে। দামুকদিয়া গ্রামের উকিল মৃধা হত্যার প্রধান আসামী এই বকুল মোল্লা।

এছাড়াও ১৯৯৪-৯৫ সালে আওয়ামীলীগের তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের আন্দোলনের নামে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও থানা বিএনপির বর্তমান সভাপতি আবুল হোসেন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং লুটপাট করে।

১৯৯৮ সালে ৯ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়, বর্তমান থানা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন বিশ্বাস।  তখন থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়ন নির্বাচন করার  অপরাধে তাকে দামুকদিয়া গ্রাম থেকে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং ছুরিকাঘাত করে এই আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী বকুল মোল্লা।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পুনরায় বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, চাদাবাজী, বাড়ীছাড়া করাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে।

তার মত একজন চিহ্নিত ক্যাডার ও আওয়ামীলীগের সন্ত্রাসী গত ৯ মে ২০২৫ তারিখে রাতের অন্ধকারে কিভাবে বিএনপিতে যোগদান করেছে। কারা তাকে কত টাকার বিনিময়ে বিএনপিতে যোগদান করালো। আমরা ইউনিয়নবাসী সেটা জানতে চাই।

যে সন্ত্রাসী নিজ হাতে উকিল মৃধা নামক এক ব্যক্তিকে হত্যা করেছিলো। মামলার বাদিকে  বিভিন্নভাবে হয়রানি করে ভয়-ভীতি দেখিয়ে বাড়িছাড়া করেছে। তার মত লোক যদি বিএনপিতে যোগদান করে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হওয়াটাই স্বাভাবিক।

অনুপ্রবেশকারীদের অত্যাচারে উপজেলাব্যাপী প্রকৃত বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম এবং নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। এটা দলীয় নির্দেশনা অবমাননা বলে মনে করি। এরই প্রতিবাদে ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের  এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

 


আওয়ামী সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা বকুল মোল্লাকে গ্রেফতার ও আশ্রয় দাতাদের বিচারের দাবী জানান বক্তারা।

বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাউসার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, শের আলী মেম্বার, আব্দুল কাদের, হুমায়ন মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মাজেনুর রহমান পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম জিল্লু, উপজেলা যুবদলের সদস্য মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক আয়ুব হোসেন, সদস্য সচিব আবু হাশেম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, সহ-সভাপতি সবুজ হোসেনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page