অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদের শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান ও কেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা পিলখানা কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
এ সময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত ১২ এপ্রিল পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আজ পিলখানা কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজান প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার ল্যান্স নায়েক মো. মোকতার হোসেন প্রথম স্থান অধিকার করেন। গুইমারা সেক্টর সদর দপ্তরের মেডিকেল সহকারী সিপাহী তানজিমুল ইসলাম দ্বিতীয় স্থান এবং ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।
কেরাত প্রতিযোগিতায় গুইমারা সেক্টর সদর দপ্তরের ল্যান্স নায়েক বেলাল আহমেদ প্রথম স্থান, ঢাকা হেডকোয়ার্টার ব্যাটালিয়নের মুয়াজ্জিন আল আমিন দ্বিতীয় স্থান এবং সিলেট সেক্টর সদর দপ্তরের সিপাহী আজিজুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন।
আজান ও কেরাত উভয় বিষয়ে দলীয়ভাবে মোট পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে গুইমারা সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
Leave a Reply