অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২৪ ঘণ্টারও বেশি সময় পর নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার ২০ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানায়, কার্গো ভিলেজের অগ্নির্কাণ্ড প্রমাণ করে এর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। একইসাথে তারা এই ঘটনার পেছনে কিছু প্রশ্নও তুলে ধরেন।
কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
প্রাথমিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন, চামড়াজাত পণ্যের ১০ লাখ ডলার কাঁচামাল, ৩২টি ঔষধ কোম্পানির ২০০ কোটি টাকার কাঁচামাল, গার্মেন্টস এক্সেসরিজের ২৩ কোটি টাকার কাঁচামালসহ সবমিলিয়ে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
একইসাথে এই ধরনের স্থাপনায় অগ্নিকাণ্ড লজ্জাজনক ও ষড়যন্ত্রমূলক বলেও মনে করেন তারা।