অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব এইডস দিবস উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালে শোভাযাত্রা করেছেন চিকিৎসক, স্টাফ নার্স ও কর্মচারীরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন শাফায়েতের নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি হাসপাতাল কম্পাউন্ড প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক বজলুর রশিদ টুলু, চিকিৎসক আব্দুস সামাদ, চিকিৎসক হিমাদ্রি শেখর সরকারসহ হাসপাতালের সব চিকিৎসক, স্টাফ নার্স ও অন্যান্য কর্মচারীরা অংশ নেন।