অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘অদৃশ্যকে দৃশ্যমান করো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে বুধবার সকালে উপজেলার জলিলপুর গ্রামে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ধানসিঁড়ি মহিলা সমিতির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর ওয়েভ ফাউন্ডেশন ইউনিটি ম্যানেজার দীন মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের ফিল্ড মনিটর আজিজুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনওয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য সম্মত পায়খানা, বিশুদ্ধ পানির সঠিক ব্যবহারসহ দিবসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।