স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান, তাই বীর মুক্তিযোদ্ধাদের কোন সময়ের জন্যই অসম্মান করা যাবেনা। আজ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের জন্যই আমরা বাংলা ভাষায় কথা বলতে পাচ্ছি। আজ আমার-আপনার সন্তানরা দেশের ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরী করছে। আমিও আজ সংসদ সদস্য হতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে আজ তারা এদেশ স্বাধীন করেছে। তাই তাদেরকে কোন সময়ই অসম্মান করা যাবেনা।
আজ ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ, মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব বিশ্বাস, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আলী হোসেন, মিকাইল হোসেন, মোশারেফ হোসেন, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজারুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাহেদ মেহেবুব রনজু প্রমুখ।
পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধ চলাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরীর হতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর করেন।