অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বোয়িংয়ের নির্ভরতা থেকে সরে এসে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, এ৩৫০ ওয়াইডবডি উড়োজাহাজ কেনার চুক্তিটি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে।
শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় মহাকাশ শিল্পের উপর আপনার বিশ্বাসের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ১০টি এয়ারবাস এ৩৫০ কেনার এই প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২০টিরও বেশি বোয়িং উড়োজাহাজ রয়েছে, যার অর্ধেকেরও বেশি ওয়াইডবডি এবং কিছু ড্যাশ-৮ টার্বোপ্রপ রয়েছে।
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রাথমিকভাবে দুটি অর্ডার দেওয়া হবে। আমরা পর্যায়ক্রমে ১০টি উড়োজাহাজ চেয়েছি। টেকনিক্যাল কমিটি এখন মূল্যায়ন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
এই বিমানগুলো নতুন এবং পুরানো রুটে ব্যবহার করা হবে উল্লেখ করে মাহবুব আলী বলেন, প্রতিটি দেশের বহরে রয়েছে এয়ারবাস ও বোয়িং। কিন্তু আমাদের কাছে শুধু বোয়িং আছে, একটিও এয়ারবাস নেই।
মহামারি পরবর্তী সময়ে ভ্রমণে জোরালো সাড়া পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও ওয়াইডবডি উড়োজাহাজের চাহিদা বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কানাডাসহ বিশ্বের ২০টি স্থানে বিরতিহীনভাবে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। তথ্যসূত্র: রয়টার্স
Leave a Reply