অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় বিএসএফ ১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। এতে মাটিতে লুটিয়ে পরে সাকিব।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত যুবক মোঃ সাকিব (২১) মাদলা নতুন গুচ্ছ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যান হতে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশী যুবক সাকিব বিএসএফের গুলিতে নিহত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ আবদুল কাদের বলেন, গত রাতে বিএসএফের গুলিতে সাকিব নামের এক যুবক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিজিবির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।