অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান বলেছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা ও উন্নত ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী একটি নয়া নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে পারে।
ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান বুধবার রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে ব্রিকসের নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ব যখন দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে তখন ব্রিকসভুক্ত দেশগুলোর রয়েছে বিশাল জনসংখ্যা, অনেক বড় অর্থনীতি ও বিশাল ভূখণ্ড। কাজেই এই সংস্থা ভবিষ্যত পৃথিবীর জন্য একটি নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠায় সাহায্য করার লক্ষ্যে একটি নতুন নিরাপত্তা অবকাঠামো তৈরি করতে পারে।
তিনি ব্রিকসের সম্ভাব্য ওই নিরাপত্তা অবকাঠামোর জন্য ‘ব্রিকস সিকিউরিটি কমিশন’ নাম প্রস্তাব করেন। আহমাদিয়ান বলেন, এই কমিশন বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় যে দুর্বলতাগুলো রয়েছে তা কটিয়ে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার আমন্ত্রণে সেন্ট পিটার্সবার্গ সম্মেলনে অংশ নিচ্ছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান। ব্রিকস নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি ব্রিকস প্লাস দেশগুলোর পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের আরেকটি সম্মেলনে যোগ দেবেন। ওই সম্মেলনে ইন্দোনেশিয়া, তুরস্ক, কাজাখস্তান, সার্বিয়া, থাইল্যান্ড, বেলারুশ, ভিয়েতনাম, ভেনিজুয়েলা, উজবেকিস্তান, নিকারাগুয়া, কিউবা, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মৌরিতানিয়া এবং লাওসের কর্মকর্তারা অংশ নেবেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে প্রাথমিকভাবে ব্রিকস গঠিত হয়েছিল। চলতি বছরের গোড়ার দিকে ইরানের পাশাপাশি আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই সংস্থায় যোগ দেয়। বিশ্বের আরো বহু দেশ পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে গঠিত এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
Leave a Reply