অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের ২১তম সম্মেলনের অবকাশে ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
একটি কৌশলগত অঞ্চলে ইরান ও ভারতের অবস্থান বলে উল্লেখ করে জেনারেল আশতিয়ানি বলেন, পশ্চিম এশিয়া ও ভারতীয় উপমহাদেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নয়াদিল্লি ও তেহরান তাদের বহুমুখী সক্ষমতা কাজে লাগাতে পারে।
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) যাতে আবার মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য তেহরান ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়েও ইরান ও ভারতের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন।
সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানি সামরিক উপদেষ্টাদের শাহাদাতে শোক প্রকাশ করেন। তিনি পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার ওপর গুরুত্ব আরোপ করেন। আরমানে সামুদ্রিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার উন্নয়ন, নৌ মহড়ায় অংশগ্রহণ, প্রতিরক্ষা গবেষণা ও শিক্ষার পাশাপাশি ইরান ও ভারতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিময়ের আহ্বান জানান।
Leave a Reply