November 21, 2025, 1:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি আটক ও মদ উদ্ধার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার রাজধানীসহ সারাদেশে ভূমিকম্পে দুই শিশুসহ ৬ জন নিহত ; আহত শতাধিক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত  ভূমিকম্পের সময় কুমিল্লায় ইপিজেডে প্যানিক অ্যাটাকে ৮০ নারী অজ্ঞান মেহেরপুরের আমন ধানের বাম্পার  ফলন ; কৃষকের মুখে হাসির ঝিলিক ভূমিকম্পে গাজীপুরে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে ৩ শতাধিক শ্রমিক আহত নরসিংদীতে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে তৈরী হচ্ছে লাল-নীল রঙের নজর কাড়া ভেষজ চা
এইমাত্রপাওয়াঃ

ভুল বিচারের ১৮ বছর কারা ভোগ; ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন নিউজিল্যান্ডের নাগরিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভুল বিচারের শিকার হয়ে দুই দফায় ১৮ বছর কারা ভোগ করেছেন নামে নিউজিল্যান্ডের এক নাগরিক। যার নাম হলো অ্যালান হল। পরে প্রমাণিত হয় যে তিনি প্রকৃত দোষী নন। যার ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যক্তিকে ৩০ লাখ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা (১ ডলারে প্রায় ১১০ টাকা হারে)।

১৯৮৬ সালে অকল্যান্ডের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অথচ ঘটনাস্থলে অ্যালান হলের উপস্থিতির বিষয়ে কোনো ফরেনসিক প্রমাণ ছিল না। এমনকি হামলাকারীর যে উচ্চতা ও জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছিল, অ্যালানের সঙ্গে এরও কোনো মিল নেই।

পরে ১৯৯৪ সালে ৮ বছর কারাভোগ শেষে অ্যালান জামিনে মুক্ত হন। এরপর জামিনের শর্ত ভঙ্গের দায়ে তাঁকে ২০১২ সালে আবার কারাগারে নেওয়া হয়। এ যাত্রায় ১০ বছর কারাভোগ শেষে ২০২২ সালে তিনি কারামুক্ত হন।

নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট জানিয়েছেন, অ্যালানের ক্ষেত্রে প্রাথমিক বিচারটি ছিল অন্যায্য। এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘চরম অদক্ষতা’ অথবা প্রকৃত দোষীকে বাঁচানোর জন্য ‘কূটকৌশলের’ কারণে হতে পারে।

সুপ্রিম কোর্ট আরও বলেছেন, হলের বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা ছিল। তা সত্ত্বেও এই বিচারের ক্ষেত্রে তাঁর কোনো আইনজীবীর উপস্থিত ছাড়াই তাঁকে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জানা যায়, গ্রেপ্তারের সময় অ্যালানের বয়স ছিল ২৪ বছর। বর্তমানে তিনি ৬১ বছরের এক প্রবীণ।

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী ডেবোরাহ রাসেল গতকাল শুক্রবার বলেন, ক্ষতিপূরণ হিসেবে অ্যালান ৪৯ লাখ নিউজিল্যান্ড ডলারের (৩০ লাখ মার্কিন ডলার) প্যাকেজটি গ্রহণ করতে সম্মত হয়েছেন। নিউজিল্যান্ড সরকার ভুল বিচার ও কারাবাসের জন্য অ্যালানের কাছে ক্ষমা চেয়েছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page